রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

১৩২ (tomar pujar chhale tomar dure)

তোমার পূজার   ছলে তোমায়   ভুলেই থাকি।

বুঝতে নারি   কখন্‌ তুমি   দাও-যে ফাঁকি ॥

ফুলের মালা   দীপের আলো   ধূপের ধোঁওয়ার

পিছন হতে   পাই নে সুযোগ   চরণ-ছোঁওয়ার,

স্তবের বাণীর   আড়াল টানি   তোমায় ঢাকি ॥

দেখব ব'লে   এই আয়োজন   মিথ্যা রাখি,

আছে তো মোর   তৃষা-কাতর   আপন আঁখি।

কাজ কী আমার   মন্দিরেতে   আনাগোনায়--

পাতব আসন   আপন মনের   একটি কোণায়,

সরল প্রাণে   নীরব হয়ে   তোমায় ডাকি ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.