রাগ: তিলক কামোদ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

১৪২ (nai ba dako raibo tomar)

নাই বা ডাকো রইব তোমার দ্বারে,

মুখ ফিরালে ফিরব না এইবারে ॥

          বসব তোমার পথের ধুলার 'পরে,

          এড়িয়ে আমায় চলবে কেমন করে--

          তোমার তরে যে জন গাঁথে মালা

                   গানের কুসুম জুগিয়ে দেব তারে ॥

রইব তোমার ফসল-খেতের কাছে

যেথায় তোমার পায়ের চিহ্ন আছে।

          জেগে রব গভীর উপবাসে

          অন্ন তোমার আপনি যেথায় আসে--

          যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বালো

                   বসে রব সেথায় অন্ধকারে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.