রাগ: ইমন-পূরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৬ জ্যৈষ্ঠ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: রামগড়

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৬০ (sandhya hala go o ma)

সন্ধ্যা হল গো-- ও মা,   সন্ধ্যা হল, বুকে ধরো।

অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো ॥

ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো-- সব যে কোথায় হারিয়েছে গো

ছড়ানো এই জীবন, তোমার আঁধার-মাঝে হোক-না জড়ো ॥

আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা।

তোমার রাতে মিলাক আমার জীবনসাঁজের রশ্মিরেখা।

আমায় ঘিরি আমায় চুমি   কেবল তুমি, কেবল তুমি--

আমার ব'লে যা আছে, মা, তোমার ক'রে সকল হরো ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.