রাগ: পিলু-ভীমপলশ্রী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1318

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৬১ (tumi dak diyechha kon sakale)

তুমি    ডাক দিয়েছ কোন্‌ সকালে কেউ তা জানে না,

আমার           মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ॥

          ফিরি আমি উদাস প্রাণে,   তাকাই সবার মুখের পানে,

                   তোমার মতো এমন টানে   কেউ তো টানে না ॥

                   বেজে ওঠে পঞ্চমে স্বর,   কেঁপে ওঠে বন্ধ এ ঘর,

                   বাহির হতে দুয়ারে কর   কেউ তো হানে না।

          আকাশে কার ব্যাকুলতা,   বাতাস বহে কার বারতা,

                   এ পথে সেই গোপন কথা   কেউ তো আনে না ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.