রাগ: ভৈরবী-ভৈরব

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: গোরাই, জানিপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

১৮৩ (uriye dhwaja abhrabhedi pathe)

          উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে

          ওই-যে তিনি, ওই-যে বাহির পথে ॥

আয় রে ছুটে, টানতে হবে রশি--

ঘরের কোণে রইলি কোথায় বসি!

ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে

                   ঠাঁই ক'রে তুই নে রে কোনোমতে ॥

          কোথায় কী তোর আছে ঘরের কাজ

          সে-সব কথা ভুলতে হবে আজ।

টান্‌ রে দিয়ে সকল চিত্তকায়া,

টান্‌ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,

চল্‌ রে টেনে আলোয় অন্ধকারে

                   নগর-গ্রামে অরণ্যে পর্বতে ॥

          ওই-যে চাকা ঘুরছে রে ঝন্‌ঝনি,

          বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি?

রক্তে তোমার দুলছে না কি প্রাণ?

গাইছে না মন মরণজয়ী গান?

আকাঙক্ষা তোর বন্যাবেগের মতো

          ছুটছে না কি বিপুল ভবিষ্যতে?।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.