রাগ: রামকেলী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৮ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অগাস্ট, ১৯১৪

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২১৫ (ogo amar praner thakur)

ওগো আমার প্রাণের ঠাকুর,

তোমার        প্রেম তোমারে এমন ক'রে

                                   করেছে নিষ্ঠুর।

তুমি বসে থাকতে দেবে না যে,

  দিবানিশি তাই তো বাজে

        পরান-মাঝে এমন কঠিন সুর।

    ওগো আমার প্রাণের ঠাকুর,

                  তোমার লাগি দুঃখ আমার

                                    হয় যেন মধুর।

                  তোমার খোঁজা খোঁজায় মোরে,

  তোমার বেদন কাঁদায় ওরে,

        আরাম যত করে কোথায় দূর।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.