রাগ: রামকেলী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1315

রচনাকাল (খৃষ্টাব্দ): 1908

স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী, দিনেন্দ্রনাথ ঠাকুর

২২৯ (tomar sonar thalay sajaba aj)

তোমার সোনার থালায় সাজাব আজ দুখের অশ্রুধার।

     জননী গো, গাঁথব তোমার গলার মুক্তাহার ॥

          চন্দ্র সূর্য পায়ের কাছে   মালা হয়ে জড়িয়ে আছে,

তোমার     বুকে শোভা পাবে আমার দুখের অলঙ্কার ॥

          ধন ধান্য তোমারি ধন কী করবে তা কও।

          দিতে চাও তো দিয়ো আমায়, নিতে চাও তো লও।

     দুঃখ আমার ঘরের জিনিস,   খাঁটি রতন তুই তো চিনিস--

তোর        প্রসাদ দিয়ে তারে কিনিস এ মোর অহঙ্কার ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.