রাগ: দরবারী কানাড়া

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ চৈত্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

২৫৪ (ebar nirab kare dao)

এবার   নীরব করে দাও হে তোমার মুখর কবিরে।

তার    হৃদয়-বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে॥

নিশীথরাতের নিবিড় সুরে    বাঁশিতে তান দাও হে পুরে

যে তান দিয়ে অবাক কর' গ্রহশশীরে॥

যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে,

গানের টানে মিলুক এসে তোমার চরণে।

বহুদিনের বাক্যরাশি      এক নিমেষে যাবে ভাসি--

একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.