রাগ: খট

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৩৩০ (adhaar rajani pohalo)

আঁধার রজনী পোহালো,          জগত পূরিল পুলকে।

বিমল প্রভাতকিরণে          মিলিল দ্যুলোকে ভূলোকে ॥

জগত নয়ন তুলিয়া           হৃদয়দুয়ার খুলিয়া

হেরিছে হৃদয়নাথেরে              আপন হৃদয়-আলোকে ॥

প্রেমমুখহাসি তাঁহারি              পড়িছে ধরার আননে--

কুসুম বিকশি উঠিছে,        সমীর বহিছে কাননে।

সুধীরে আঁধার টুটিছে,       দশ দিক ফুটে উঠিছে--

জননীর কোলে যেন রে       জাগিছে বালিকা বালকে ॥

জগত যে দিকে চাহিছে       সে দিকে দেখিনু চাহিয়া,

হেরি সে অসীম মাধুরী        হৃদয় উঠিছে গাহিয়া।

নবীন আলোকে ভাতিছে,   নবীন আশায় মাতিছে,

নবীন জীবন লভিয়া           জয় জয় উঠে ত্রিলোকে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.