রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1930

৩৮০ (oi shuni jen)

          ওই শুনি যেন চরণধ্বনি রে,

                        শুনি    আপন-মনে।

          বুঝি আমার মনোহরণ আসে গোপনে ॥

              পাবার আগে কিসের আভাস পাই,

              চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো,

          মালার গন্ধ এল যারে জানি স্বপনে ॥

ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে   ওই-যে--

     তার    চলার পথের কাছে     ওই-যে।

          দিগঙ্গনার অঙ্গনে যে আজি

          ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি,

আশার হাওয়া লাগে     ওই      নিখিল গগনে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.