রাগ: দেশ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৩৯৭ (tumi chhere chhile bhule chhile)

তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব'লে হেরো গো কী দশা হয়েছে--

মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে ॥

বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা;

দরশন নেব তবে চ'লে যাব, অনেক দিনের বাসনা ॥

"নাথ নাথ' ব'লে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে--

কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে?

ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে--

আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.