রাগ: দেশ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ বৈশাখ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ এপ্রিল, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৪৮২ (amar je sab dite habe)

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি--

আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী ॥

আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা,

আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা--

                   সব দিতে হবে ॥

আমার প্রভাত, আমার সন্ধ্যা হৃদয়পত্রপুটে

গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে।

এখন সে যে আমার বীণা, হতেছে তার বাঁধা,

বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা--

                   সব দিতে হবে ॥

তোমারি আনন্দ আমার দুঃখে সুখে   ভ'রে

আমার ক'রে নিয়ে তবে নাও যে তোমার ক'রে।

আমার ব'লে যা পেয়েছি শুভক্ষণে যবে

তোমার ক'রে দেব তখন তারা আমার হবে--

                   সব দিতে হবে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.