৭ (paagol haiyaa bone bone phiri)


পাগল হইয়া বনে বনে ফিরি

       আপন গন্ধে মম

       কস্তুরীমৃগসম।

ফাল্গুনরাতে দক্ষিণবায়ে

       কোথা দিশা খুঁজে পাই না।

যাহা চাই তাহা ভুল করে চাই,

      যাহা পাই তাহা চাই না।

 

বক্ষ হইতে বাহির হইয়া

      আপন বাসনা মম

      ফিরে মরীচিকাসম।

বাহু মেলি তারে বক্ষে লইতে

      বক্ষে ফিরিয়া পাই না।

যাহা চাই তাহা ভুল করে চাই,

      যাহা পাই তাহা চাই না।

 

নিজের গানেরে বাঁধিয়া ধরিতে

     চাহে যেন বাঁশি মম

     উতলা পাগলসম।

যারে বাঁধি ধরে তার মাঝে আর

     রাগিণী খুঁজিয়া পাই না।

যাহা চাই তাহা ভুল করে চাই,

     যাহা পাই তাহা চাই না।

 

 

  •  
  •  
  •  
  •  
  •