সুরুল হইতে শান্তিনিকেতনের পথে, ২৬ ভাদ্র, ১৩২১


 

৩২ (na bachabe amay jodi)


না বাঁচাবে আমায় যদি

              মারবে কেন তবে?

কিসের তরে এই আয়োজন

              এমন কলরবে?

অগ্নিবাণে তূণ যে ভরা,

চরণভরে কাঁপে ধরা,

       জীবনদাতা মেতেছ যে

              মরণ-মহোৎসবে।

বক্ষ আমার এমন ক'রে

              বিদীর্ণ যে কর

উৎস যদি না বাহিরায়

              হবে কেমনতরো?

এই যে আমার ব্যথার খনি

জোগাবে ওই মুকুটমণি--

        মরণ-দুখে জাগাব মোর

              জীবন-বল্লভে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •