শান্তিনিকেতন, ১৬ আশ্বিন-রাত্রি, ১৩২১


 

৬৪ (hisab amar milbe ta jani)


হিসাব আমার মিলবে না তা জানি,

যা আছে তাই সামনে দিলাম আনি।

     করজোড়ে রইনু চেয়ে মুখে

     বোঝাপড়া কখন যাবে চুকে,

তোমার ইচ্ছা মাথায় লব মানি।

গর্ব আমার নাই রহিল প্রভু,

চোখের জল তো কাড়বে না তো কভু।

     নাই বসালে তোমার কোলের কাছে,

     পায়ের তলে সবারি ঠাঁই আছে--

ধুলার 'পরে পাতব আসনখানি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •