? ১৩১৭


 

সংযোজন - ৭ (jodi amay tumi bachao tobe)


যদি      আমায় তুমি বাঁচাও তবে

তোমার      নিখিল ভুবন ধন্য হবে।

যদি      আমার মলিন মনের কালি।

      ঘুচাও পুণ্য সলিল ঢালি

তোমার      চন্দ্র সূর্য নূতন আলোয়

      জাগবে জ্যোতির মহোৎসবে।

আজো      ফোটে নি মোর শোভার কুঁড়ি,

তারি      বিষাদ আছে জগৎ জুড়ি।

যদি      নিশার তিমির গিয়ে টুটে

      আমার হৃদয় জেগে উঠে

তবে      মুখর হবে সকল আকাশ

      আনন্দময় গানের রবে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •