৯৪ (birale machhete halo sokhyo)


    বিড়ালে মাছেতে হল সখ্য।

    বিড়াল কহিল, "ভাই ভক্ষ্য,

  বিধাতা স্বয়ং জেনো সর্বদা কন তোরে--

  ঢোকো গিয়ে বন্ধুর রসময় অন্তরে,

         সেখানে নিজেরে তুমি সযতনে রক্ষ।

ঐ দেখো পুকুরের ধারে আছে ঢালু ডাঙা,

ঐখানে সয়তান বসে থাকে মাছরাঙা,

       কেন মিছে হবে ওর চঞ্চুর লক্ষ্য!

 

 

  •  
  •  
  •  
  •  
  •