৭ ও ১৮ পৌষ -মধ্যে, ১৩৪৭, ২২। ১২। ৪০- ২। ১। ৪১


 

৩১ (khone khone mone hoy jatrar)


ক্ষণে ক্ষণে মনে হয় যাত্রার সময় বুঝি এল,

বিদায়দিনের-পরে আবরণ ফেলো

অপ্রগল্‌ভ সূর্যাস্ত-আভার;

সময় যাবার

শান্ত হোক, স্তব্ধ হোক, স্মরণসভার সমারোহ

না রচুক শোকের সম্মোহ।

বনশ্রেণী প্রস্থানের দ্বারে

ধরণীর শান্তিমন্ত্র দিক মৌন পল্লবসম্ভারে।

নামিয়া আসুক ধীরে রাত্রির নিঃশব্দ আশীর্বাদ,

সপ্তর্ষির জ্যোতির প্রসাদ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •