১৬ ভাদ্র, ১৩১৬


 

৩০ (ei to tomar prem)


এই তো তোমার প্রেম,ওগো

              হৃদয়হরণ।

এই-যে পাতায় আলো নাচে

              সোনার বরন।

                    এই-যে মধুর আলসভরে

                    মেঘ ভেসে যায় আকাশ-'পরে,

                    এই-যে বাতাস দেহে করে

                           অমৃত ক্ষরণ।

                    এই তো তোমার প্রেম,ওগো

                            হৃদয়হরণ।

 

প্রভাত-আলোর ধারায় আমার

       নয়ন ভেসেছে।

এই তোমারি প্রেমের বাণী

       প্রাণে এসেছে।

              তোমারি মুখ ওই নুয়েছে,

              মুখে আমার চোখ থুয়েছে,

              আমার হৃদয় আজ ছুঁয়েছে

                     তোমারি চরণ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •