১৮ ভাদ্র, ১৩১৬


 

৩৭ (nishar swopon chhutlo re)


নিশার স্বপন ছুটল রে, এই

       ছুটল রে।

টুটল বাঁধন টুটল রে।  

                    রইল না আর আড়াল প্রাণে,

                    বেরিয়ে এলেম জগৎ-পানে,

                    হৃদয়শতদলের সকল

                           দলগুলি এই ফুটল রে, এই

                                  ফুটল রে।

 

দুয়ার আমার ভেঙে শেষে

দাঁড়ালে এই আপনি এসে

নয়নজলে ভেসে হৃদয়

       চরণতলে লুটল রে।

                    আকাশ হতে প্রভাত-আলো

                    আমার পানে হাত বাড়ালো,

                    ভাঙা কারার দ্বারে আমার

                           জয়ধ্বনি উঠল রে, এই

                                  উঠল রে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •