১০ আষাঢ়, ১৩১৭


 

৯৮ (mukh phiraye robo tomar pane)


              মুখ ফিরায়ে রব তোমার পানে

              এই ইচ্ছাটি সফল করো প্রাণে।

       কেবল থাকা, কেবল চেয়ে থাকা,

       কেবল আমার মনটি তুলে রাখা,

       সকল ব্যথা সকল আকাঙক্ষায়

              সকল দিনের কাজেরি মাঝখানে।

 

                    নানা ইচ্ছা ধায় নানা দিক পানে,

                    একটি ইচ্ছা সফল করো প্রাণে।

                   সেই ইচ্ছাটি রাতের পরে রাতে

                   জাগে যেন একের বেদনাতে,

                   দিনের পরে দিনকে যেন গাঁথে

                           একের সূত্রে এক আনন্দগানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •