১১ (aju sakhi muhu muhu)


আজু সখি, মুহু মুহু

গাহে পিক কুহু কুহু ,

কুঞ্জবনে দুঁহু দুঁহু

দোঁহার পানে চায়।

যুবনমদবিলসিত

পুলকে হিয়া উলসিত,

অবশ তনু অলসিত

মূরছি জনু যায়।

আজু মধু চাঁদনী

প্রাণউনমাদনী,

শিথিল সব বাঁধনী,

শিথিল ভই লাজ।

বচন মৃদু মরমর

কাঁপে রিঝ থরথর,

শিহরে তনু জরজর

কুসুমবনমাঝ।

মলয় মৃদু কলয়িছে ,

চরণ নহি চলয়িছে,

বচন মুহু খলয়িছে,

অঞ্চল লুটায়।

আধফুট শতদল

বায়ুভরে টলমল

আঁখি জনু ঢলঢল

চাহিতে নাহি চায়।

অলকে ফুল কাঁপয়ি

কপোলে পড়ে ঝাঁপয়ি,

মধু-অনলে তাপয়ি

খসয়ি পড়ু পায়।

ঝরই শিরে ফুলদল,

যমুনা বহে কলকল

হাসে শশি ঢলঢল --

ভানু মরি যায়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •