১৮ অগ্রহায়ণ, ১৮৮৭


 

      নিভৃত আশ্রম (nibhrito ashram)


      সন্ধ্যায় একেলা বসি বিজন ভবনে

      অনুপম জ্যোতির্ময়ী মাধুরীমুরতি

      স্থাপনা করিব যত্নে হৃদয়-আসনে।

      প্রেমের প্রদীপ লয়ে  করিব আরতি।

      রাখিব দুয়ার রুধি আপনার মনে,

      তাহার আলোকে রব আপন ছায়ায়--

      পাছে কেহ কুতূহলে কৌতুকনয়নে

      হৃদয়দুয়ারে এসে দেখে হেসে যায়।

      ভ্রমর যেমন থাকে কমলশয়নে,

      সৌরভসদনে, কারো পথ নাহি চায়,

      পদশব্দ নাহি গণে, কথা নাহি শোনে,

      তেমনি হইব মগ্ন পবিত্র মায়ায়।

      লোকালয়-মাঝে থাকি রব তপোবনে,

      একেলা থেকেও তবু রব সাথি-সনে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •