১১ শ্রাবণ, ১৩০৩


 

যাত্রী (jatri)


ওরে যাত্রী, যেতে হবে বহুদূরদেশে।

কিসের করিস চিন্তা বসি পথশেষে?

কোন্‌ দুঃখে কাঁদে প্রাণ? কার পানে চাহি

বসে বসে দিন কাটে শুধু গান গাহি

শুধু মুগ্ধনেত্র মেলি? কার কথা শুনে

মরিস জ্বলিয়া মিছে  মনের আগুনে?

কোথায় রহিবে পড়ি এ তোর সংসার!

কোথায় পশিবে সেথা কলরব তার!

মিলাইবে যুগ যুগ স্বপনের মতো,

কোথা রবে আজিকার কুশাঙ্কুরক্ষত!

নীরবে জ্বলিবে তব পথের দু ধারে

গ্রহতারকার দীপ কাতারে কাতারে।

তখনো চলেছ একা অনন্ত ভুবনে--

কোথা হতে কোথা গেছ না রহিবে মনে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •