শিলাইদহ, ২৬ চৈত্র, ১৩১৮


 

১৬ (jedin phutlo komol kichhui jani nai)


যেদিন       ফুটল কমল কিছুই জানি নাই

    আমি          ছিলেম অন্যমনে।

আমার       সাজিয়ে সাজি তারে আনি নাই

   সে যে          রইল সংগোপনে।

             মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়,

             স্বপন দেখে চমকে উঠে চায়,

             মন্দ মধুর গন্ধ আসে হায়

   কোথায়           দখিন-সমীরণে।

 

ওগো       সেই সুগন্ধে ফিরায়ে উদাসিয়া

                    আমায় দেশে দেশান্তে

যেন          সন্ধানে তার উঠে নিশ্বাসিয়া

               ভুবন          নবীন বসন্তে।

             কে জানিত দূরে তো নেই সে,

             আমারি গো আমারি সেই যে,

             এ মাধুরী ফুটেছে হায় রে

   আমার          হৃদয়-উপবনে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •