কুষ্টিয়ার মুখে। পালকি পথে ১৫ ফাল্গুন, ১৩২০


 

৬৩ (amar bhanga pother ranga dhulay)


আমার    ভাঙা পথের রাঙা ধুলায়

                     পড়েছে কার পায়ের চিহ্ন।

            তারি গলার মালা হতে

                     পাপড়ি হেথায় লুটায় ছিন্ন।

            এল যখন সাড়াটি নাই,

            গেল চলে জানাল তাই,

            এমন করে আমারে হায়

                    কে বা কাঁদায় সে জন ভিন্ন।

 

তখন     তরুণ ছিল অরুণ-আলো,

                     পথটি ছিল কুসুমকীর্ণ।

            বসন্ত যে রঙীন বেশে

                     ধরায় সেদিন অবতীর্ণ।

  সেদিন খবর মিলল না যে,

  রইনু বসে ঘরের মাঝে,

  আজকে পথে বাহির হব

                     বহি আমার জীবন জীর্ণ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •