১৩ চৈত্র, ১৩২০


 

৮০ (tumi je cheye achho akash bhore)


তুমি যে            চেয়ে আছ            আকাশ ভ'রে

নিশিদিন            অনিমেষে             দেখছ মোরে।

আমি চোখ        এই আলোকে         মেলব যবে

তোমার ওই       চেয়ে-দেখা             সফল হবে,

    এ আকাশ      দিন গুনিছে           তারি তরে।

 

ফাগুনের           কুসুম-ফোটা          হবে ফাঁকি,

আমার এই        একটি কুঁড়ি            রইলে বাকি।

সেদিনে             ধন্য হবে               তারার মালা,

তোমার এই       লোকে লোকে         প্রদীপ জ্বালা;

     আমার এই    আঁধারটুকু            ঘুচলে পরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •