রামগড়, ৭ জ্যৈষ্ঠ, ১৩২১


 

১০৮ (akashe dui hate prem bilay o ke)


আকাশে           দুই হাতে প্রেম বিলায় ও কে?

সে সুধা            গড়িয়ে গেল লোকে লোকে।

গাছেরা             ভরে নিল সবুজ পাতায়,

ধরণী               ধরে নিল আপন মাথায়।

ফুলেরা            সকল গায়ে নিল মেখে।

পাখিরা             পাখায় তারে নিল এঁকে।

ছেলেরা            কুড়িয়ে নিল মায়ের বুকে,

মায়েরা             দেখে নিল ছেলের মুখে।

সে যে ওই          দুঃখশিখায় উঠল জ্বলে,

সে যে ওই          অশ্রুধারায় পড়ল গলে!

সে যে ওই          বিদীর্ণ বীর-হৃদয় হতে

বহিল               মরণ-রূপী জীবনস্রোতে।

সে যে ওই          ভাঙাগড়ার তালে তালে

নেচে যায়           দেশে দেশে কালে কালে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •