শান্তিনিকেতন, ২৮ শ্রাবণ, ১৩৪২


 

             বাদলরাত্রি (badolratri)


গান

কী বেদনা মোর জানো সে কি তুমি, জানো,

     ওগো মিতা মোর, অনেক দূরের মিতা--

          আজি এ নিবিড় তিমিরযামিনী

                   বিদ্যুৎ-সচকিতা।

               বাদল বাতাস ব্যেপে

               হৃদয় উঠিছে কেঁপে,

                   ওগো, সে কি তুমি জানো!

     উৎসুক এই দুখজাগরণ,

                   এ কি হবে হায় বৃথা!

     ওগো মিতা মোর, অনেক দূরের মিতা,

          আমার ভবনদ্বারে

          রোপণ করিলে যারে

     সজল হাওয়ার করুণ পরশে

                   সে মালতী বিকশিতা--

                      ওগো, সে কি তুমি জানো।

           তুমি যার সুর দিয়েছিলে বাঁধি

           মোর কোলে আজ উঠিছে সে কাঁদি,

                          ওগো, সে কি তুমি জানো!

           সেই যে তোমার বীণা সেকি বিস্মৃতা,

                ওগো মিতা, মোর অনেক দূরের মিতা!

 

 

  •  
  •  
  •  
  •  
  •