নারীপ্রগতি (nariprogoti)


শুনেছিনু নাকি মোটরের তেল

পথের মাঝেই করেছিল ফেল,

তবু তুমি গাড়ি ধরেছ দৌড়ে--

হেন বীরনারী আছে কি গৌড়ে।

নারীপ্রগতির মহাদিনে আজি

নারীপদগতি জিনিল এ বাজি।

হায় কালিদাস, হায় ভবভূতি,

এই গতি আর এই-সব জুতি

তোমাদের গজগামিনীর দিনে

কবিকল্পনা নেয় নি তো চিনে;

কেনে নি ইস্‌টিশনের টিকেট;

হৃদয়ক্ষেত্রে খেলে নি ক্রিকেট;

চণ্ড বেগের ডাণ্ডাগোলায়--

তারা তো মন্দ-মধুর দোলায়

শান্ত মিলন-বিরহ-বন্ধে

বেঁধেছিল মন শিথিল ছন্দে।

রেলগাড়ি আর মোটরের যুগে

বহু অপঘাত চলিয়াছি ভুগে--

তাহারি মধ্যে এল সম্প্রতি

এ দুঃসাহস, এ তড়িৎগতি;

পুরুষেরে দিল দুর্দাম তাড়া,

দুর্বার তেজে নিষ্ঠুর নাড়া।

ভূকম্পনের বিগ্রহবতী

প্রলয়ধাতার নিগ্রহ অতি

বহন করিয়া এসেছে বঙ্গে

পাদুকামুখর চরণভঙ্গে।

সে ধ্বনি শুনিয়া পরলোকে বসি,

কবি কালিদাস, পড়িল কি খসি

উষ্ণীষ তব; দুরুদুরু বুকে

ছন্দ কিছু কি জুটিয়াছে মুখে।

একটি প্রশ্ন শুধাব এবার--

অকপটে তারি জবাব দেবার

আগে একবার ভেবে দেখো মনে,

উত্তর পেলে রাখিব গোপনে--

স্নিগ্ধচ্ছায়া ছিলে যে অতীতে

তেয়াগিয়া তাহা তড়িৎগতিতে

নিতে চাও কভু তীব্রভাষণ

আধুনিকাদের কবির আসন?

মেঘদূত ছেড়ে বিদ্যুৎ-দূত

লিখিতে পাবে কি ভাষা মজবুত।

 

 

  •  
  •  
  •  
  •  
  •