জোড়াসাঁকো, ৩০। ১০। ৪০


 

মশকমঙ্গলগীতিকা (moshokmongolgitika)


  তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা--

      জানিতাম দীনতার এই শেষ দশা,

আমি স্বপ্নে দেখিলাম হয়ে গেছি মশা!

      কী হল যে দশা--

      মধ্যরাত্রে স্বপ্নে আমি

         হয়ে গেছি মশা।

      দীন হতে দীন আমি

         ক্ষীণ হতে ক্ষীণ--

একমাত্র নাম জপ করেছি ভরসা।

      হিংস্র নীতি নাহি আর,

অতি শান্ত নির্বিকার

ভক্তের নাসাগ্র-'পরে স্তব্ধ হয়ে বসা--

      কী হল যে দশা!

মধুর মাশবী বেণু নীরব সহসা।

         পাখা করি নাড়াচাড়া,

      ভোঁ ভোঁ শব্দে নাই সাড়া--

শুধু "রাম রাম' ধ্বনি ডানা হতে খসা,

             হেন হীন দশা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •