৭ মার্চ, ১৯৪০


 

মধুসন্ধায়ী - ৪ (modhusondhayi 4)


দূর হতে কয় কবি,

"জয় জয় মাংপবী,

কমলাকানন তব না হউক শূন্য।

গিরিতটে সমতটে

আজি তব যশ রটে,

আশারে ছাড়ায়ে বাড়ে তব দানপুণ্য।

তোমাদের বনময়

অফুরান যেন রয়

মৌচাক-রচনায় চিরনৈপুণ্য।

কবি প্রাতরাশে তার

না করুক মুখভার,

নীরস রুটির গ্রাসে না হোক সে ক্ষুণ্ন।'

আরবার কয় কবি,

"জয় জয় মাংপবী,

টেবিলে এসেছে নেমে তোমার কারুণ্য।

রুটি বলে জয়-জয়,

লুচিও যে তাই কয়,

মধু যে ঘোষণা করে তোমারই তারুণ্য।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •