পুনশ্চ । শান্তিনিকেতন,৩ ডিসেম্বর ১৯৩৯ বেলা একটা


 

১ (somukhe shantiparabar)


সমুখে শান্তিপারাবার,

ভাসাও তরণী হে কর্ণধার।

তুমি হবে চিরসাথি,

লও লও হে ক্রোড় পাতি,

অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারকার।

মুক্তিদাতা, তোমার ক্ষমা তোমার দয়া

হবে চিরপাথেয় চিরযাত্রার।

হয় যেন মর্ত্যের বন্ধন ক্ষয়,

বিরাট বিশ্ব বাহু মেলি লয়,

পায় অন্তরে নির্ভয় পরিচয়

মহা অজানার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •