পালি-প্রাকৃত কবিতা (pali prakrito kabita)


                             ১

                             পালি

      বণ্নগন্ধগুণোপেতং এতং কুসুমসন্ততিং

      পূজয়ামি মুনিন্দস্‌স সিরিপাদসরোরুহে।

      গন্ধসম্ভারযুত্তেন ধূপেনাহং সুগন্ধিনা

      পূজয়ে পূজনেয্যন্তং পূজাভাজনমুত্তমং।

                                    --বৌদ্ধ এদাহিল্লা

 

                           ১

      স্বর্ণবর্ণে-সমুজ্জল নবচম্পাদলে

      বন্দিব শ্রীমুনীন্দ্রের পাদপদ্মতলে।

      পুণ্যগন্ধে পূর্ণ বায়ু হল সুগন্ধিত

      পুষ্পমাল্যে করি তাঁর চরণ বন্দিত॥

 

                           ২

                           প্রাকৃত

           বরিস জল ভমই ঘন গঅণ

           সিঅল পবণ মনহরণ

           কণঅ পিঅরি ণচই

           বিজুরি ফুল্লিআ ণীবা।

           পত্থর বিত্থর হিঅলা

           পিঅলা নিঅলং ণ আবেই॥

                                  --প্রাকৃতপৈঙ্গল

 

                           ২

      বৃষ্টিধারা শ্রাবণে ঝরে গগনে,

      শীতল পবন বহে সঘনে,

      কনকবিজুরি নাচে রে,

      অশনি গর্জন করে--

      নিষ্ঠুর-অন্তর মম প্রিয়তম নাই ঘরে।

 

                           পাঠান্তর

      অবিরল ঝরছে শ্রাবণের ধারা,

      বনে বনে সজল হাওয়া বয়ে চলেছে,

      সোনার বরন ঝলক দিয়ে নেচে উঠছে বিদ্যুৎ,

      বজ্র উঠছে গর্জন ক'রে--

      নিষ্ঠুর আমার প্রিয়তম ঘরে এল না।

 

 

  •  
  •  
  •  
  •  
  •