শনিবারের চিঠি, আশ্বিন, ১৩৪৮


 

৫৫ (khatabhora pata tumi bhoje)


খাতাভরা পাতা তুমি ভোজে দিলে পেতে

আমারে ধরেছ এসে দিতে হবে খেতে।

ভাঁড়ার হয়েছে খালি; দই আর জলে

মিশোল ক'রে যা হয় কী তাহারে বলে?

ক্ষুধিতেরে ফাঁকি দেওয়া ছিল না ব্যবসা,

বিধাতা দিয়েছে ফাঁকি তাই এই দশা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •