রেজওয়ানা চৌধুরী বন্যা




All artists...

কাল রাতের বেলা (প্রেম)

     কাল    রাতের বেলা গান এল মোর মনে,
          তখন তুমি ছিলে না মোর সনে॥
যে কথাটি বলব তোমায় ব'লে    কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে    উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে--
              তখন তুমি ছিলে না মোর সনে॥
          ভেবেছিলেম আজকে সকাল হলে
          সেই কথাটি তোমায় যাব বলে
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে    পাখির গানে আকাশ গেল পুরে,
সেই কথাটি লাগল না সেই সুরে    যতই প্রয়াস করি পরানপণে--
              যখন তুমি আছ আমার সনে॥

See more on this song...

রেজওয়ানা চৌধুরী বন্যা - অন্যান্য নিবেদন