রেজওয়ানা চৌধুরী বন্যা




All artists...

কে রঙ লাগালে (প্রকৃতি)

          কে)          রঙ লাগালে বনে বনে।
                   ঢেউ জাগালে সমীরণে॥
আজ ভুবনের দুয়ার খোলা   দোল দিয়েছে বনের দোলা--
              দে দোল! দে দোল! দে দোল!
     কোন্‌ ভোলা সে ভাবে-ভোলা   খেলায় প্রাঙ্গণে॥
আন্‌ বাঁশি-- আন্‌ রে তোর আন্‌ রে বাঁশি,
                        উঠল সুর উচ্ছ্বাসি   ফাগুন-বাতাসে।
     আজ   দে ছড়িয়ে    শেষ বেলাকার কান্না হাসি--
সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর   বিদায়-রাতি করবে মধুর,
     মাতল আজি অস্তসাগর সুরের প্লাবনে॥

See more on this song...

রেজওয়ানা চৌধুরী বন্যা - অন্যান্য নিবেদন