রেজওয়ানা চৌধুরী বন্যা




All artists...

আমার বেলা যে যায় (পূজা)

        আমার   বেলা যে যায় সাঁঝ-বেলাতে
        তোমার  সুরে সুরে সুর মেলাতে ॥
একতারাটির একটি তারে      গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে        হার মেনেছি এই খেলাতে
        তোমার  সুরে সুরে সুর মেলাতে ॥
             আমার এ তার বাঁধা কাছের সুরে,
             ওই বাঁশি যে বাজে দূরে।
গানের লীলার সেই কিনারে     যোগ দিতে কি সবাই পারে
        বিশ্বহৃদয়পারাবারে        রাগরাগিণীর জাল ফেলাতে--
        তোমার  সুরে সুরে সুর মেলাতে?।

See more on this song...

রেজওয়ানা চৌধুরী বন্যা - অন্যান্য নিবেদন