শামা রহমান




All artists...

দূরে কোথায় দূরে দূরে (পূজা)

              দূরে কোথায় দূরে দূরে
     আমার  মন বেড়ায় গো ঘুরে ঘুরে।
যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে ॥
যে  বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে॥
যে পথ সকল দেশ পারায়ে       উদাস হয়ে যায় হারায়ে
সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন্‌ অচিনপুরে ॥

See more on this song...

শামা রহমান - অন্যান্য নিবেদন