Home
**Artists**
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Tagore's Biography
Contact Us
Acknowledgement
Privacy Statement
Terms of Use
© Kriya Unlimited, 2010 - 2023
Home
Artists
শ্রীকান্ত আচার্য্য
শ্রীকান্ত আচার্য্য
তোমরা যা বলো
তোমার কথা হেথা
All artists...
তোমার এই মাধুরী (পূজা)
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,
আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?।
এই-যে আলো সূর্য গ্রহে তারায় ঝ'রে পড়ে শতলক্ষ ধারায়,
পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে ॥
তোমার ফুলে যে রঙ ঘুমের মতো লাগল
আমার মনে লেগে তবে সে যে জাগল গো।
যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে
যে দিন আমার সকল হৃদয় হরবে ॥
See more on this song...
_ogQXf3rRnQ
5951
শ্রীকান্ত আচার্য্য - অন্যান্য নিবেদন
অচেনাকে ভয় কী
অনেক দিনের আমার
অন্ধজনে দেহো আলো
অন্ধজনে দেহো আলো
অরূপ, তোমার বাণী
অরূপ, তোমার বাণী
আগুনের পরশমণি
আছে দুঃখ, আছে মৃত্যু
আজ আকাশের মনের
আজ জ্যোৎস্নারাতে
আজ শ্রাবণের আমন্ত্রণে
আজি হৃদয় আমার
আনন্দধারা বহিছে ভুবনে
আমার নয়ন তব
আমার নয়ন-ভুলানো এলে
আমার যে দিন
আমার হৃদয়
আমি কান পেতে
আমি চঞ্চল হে
আর কত দূরে
আলোর অমল কমলখানি
আসা-যাওয়ার পথের ধারে
এই উদাসী হাওয়ার
একটুকু ছোঁওয়া লাগে
একলা ব'সে হেরো
এবার অবগুণ্ঠন খোলো
এমনি ক'রেই যায়
এসো শ্যামল সুন্দর
ও জোনাকী, কী
ও জোনাকী, কী
ওই মালতীলতা দোলে
ওরে ঝড় নেমে আয়
কন্ঠে নিলেম গান
কাছে ছিলে দূরে গেলে
কাছে ছিলে, দূরে গেলে
কার মিলন চাও
কে বলে 'যাও
কেটেছে একেলা বিরহের
কেটেছে একেলা বিরহের বেলা
কো তুঁহু বোলবি মোয়
কোন্ পুরাতন প্রাণের
গভীর রজনী নামিল হৃদয়ে
গহন ঘন ছাইল
চক্ষে আমার তৃষ্ণা
চরণধ্বনি শুনি তব
চিরসখা, ছেড়ো না
চিরসখা, ছেড়ো না
ছায়া ঘনাইছে বনে
জীবন যখন শুকায়ে যায়
জীবনমরণের সীমানা ছাড়ায়ে
তরী আমার হঠাৎ
তুমি কি কেবলই
তুমি কেমন করে গান
তুমি কেমন করে গান
তুমি কোন্ কাননের
তুমি কোন্ কাননের
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি সন্ধ্যার মেঘমালা
তোমরা যা বলো
তোমার এই মাধুরী
তোমার কথা হেথা
তোমায় গান শোনাব
দীপ নিবে গেছে
নব আনন্দে জাগো
নমো যন্ত্র, নমো--
না বুঝে কারে
না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে
নিভৃত প্রাণের দেবতা
নয়ন তোমারে
পথ চেয়ে যে
পথে চলে যেতে
পথে যেতে ডেকেছিলে
পুষ্পবনে পুষ্প নাহি
প্রখর তপনতাপে আকাশ
প্রাণ চায় চক্ষু
ফাগুন, হাওয়ায় হাওয়ায়
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি
বাজিল কাহার বীণা মধুর
বাহিরে ভুল ভাঙবে
বিপুল তরঙ্গ রে
বড়ো বেদনার মতো
মধুর মধুর ধ্বনি
মধুর মধুর ধ্বনি
মধুর রূপে বিরাজ
মধ্যদিনে যবে গান
মধ্যদিনে যবে গান
মনে কী দ্বিধা
মম চিত্ত নিতি
মোর বীণা ওঠে
মোর হৃদয়ের গোপন বিজন ঘরে
যখন এসেছিলে অন্ধকারে
যতখন তুমি আমায়
যে ছিল আমার
যে ছিল আমার স্বপনচারিণী
যে রাতে মোর
যেতে যেতে একলা পথে
রজনীর শেষ তারা,
শুধু তোমার বাণী
শুধু তোমার বাণী
শুন সখি, বাজত বাঁশি
সখি লো, সখি লো, নিকরুণ মাধব
সবারে করি আহ্বান
হায় গো, ব্যথায়
হায় হেমন্তলক্ষ্মী
হে নিখিলভারধারণ
© Kriya Unlimited, 2010 - 2023