সুচিত্রা মিত্র




All artists...

কী ফুল ঝরিল (প্রেম)

কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে।
গন্ধ ছড়ালো ঘুমের প্রান্তপারে॥
          একা এসেছিল ভুলে   অন্ধরাতের কূলে
              অরুণ-আলোর বন্দনা করিবারে।
          ক্ষীণ দেহে মরি মরি   সে যে নিয়েছিল বরি
              অসীম সাহসে নিষ্ফল সাধনারে॥
     কী যে তার রূপ দেখা হল না তো চোখে,
     জানি না কী নামে স্মরণ করিব ওকে।
          আঁধারে যাহারা চলে   সেই তারাদের দলে
              এসে ফিরে গেল বিরহের ধারে ধারে।
          করুণ মাধুরীখানি   কহিতে জানে না বাণী
              কেন এসেছিল রাতের বন্ধ দ্বারে॥

See more on this song...

সুচিত্রা মিত্র - অন্যান্য নিবেদন