সুচিত্রা মিত্র




All artists...

ধীরে বন্ধু ধীরে ধীরে (পূজা)

ধীরে বন্ধু ধীরে ধীরে          
          চলো তোমার বিজন মন্দিরে।
জানি নে পথ, নাই যে আলো,
ভিতর বাহির কালোয় কালো,
তোমার       চরণশব্দ বরণ করেছি
        আজ এই অরণ্যগভীরে।
 
     ধীরে বন্ধু ধীরে ধীরে।
চলো অন্ধকারের তীরে তীরে।      
     চলব আমি নিশীথরাতে    
     তোমার হাওয়ার ইশারাতে,
তোমার       বসনগন্ধ বরণ করেছি
     আজ এই       বসন্তসমীরে॥

See more on this song...

সুচিত্রা মিত্র - অন্যান্য নিবেদন