Home
**Artists**
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Tagore's Biography
Contact Us
Acknowledgement
Privacy Statement
Terms of Use
© Kriya Unlimited, 2010 - 2023
Home
Artists
হেমন্ত মুখোপাধ্যায়
হেমন্ত মুখোপাধ্যায়
আমার হৃদয়
আমি পথভোলা এক
All artists...
আমি কান পেতে (পূজা)
আমি কান পেতে রই ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারে
কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-- বারে বারে ॥
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে ॥
কে সে মোর কেই বা জানে, কিছু তার দেখি আভা।
কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা।
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে,
ও সে আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে ॥
See more on this song...
_JJdu82xSgc
2180
হেমন্ত মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন
অরূপ, তোমার বাণী
অশান্তি আজ হানল
অশান্তি আজ হানলো
অয়ি ভুবনমনোমোহিনী
আগুনের পরশমণি
আছে দুঃখ, আছে মৃত্যু
আজি বাংলাদেশের হৃদয়
আজি বিজন ঘরে
আজি শরততপনে প্রভাতস্বপনে
আন্মনা, আন্মনা
আমার এ পথ
আমার এই পথ-চাওয়াতেই
আমার এই পথ-চাওয়াতেই
আমার কণ্ঠ হতে
আমার খেলা যখন
আমার গোধূলিলগন
আমার নয়ন তব
আমার ব্যথা যখন
আমার ব্যথা যখন
আমার মন চেয়ে
আমার মাথা নত করে
আমার যাবার বেলায়
আমার রাত পোহালো
আমার সকল রসের ধারা
আমার হিয়ার মাঝে
আমার হৃদয়
আমার হৃদয়
আমি কান পেতে
আমি পথভোলা এক
আমি পথভোলা এক
আমি ফিরব না
আমি ফিরব না
আর রেখো না
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল
এ কী সুধারস
এ পথে আমি-যে
এ মণিহার আমায় নাহি
এ মণিহার আমায় নাহি
এই কথাটি মনে রেখো
একি গভীর বাণী
এবার অবগুণ্ঠন খোলো
এমন দিনে তারে
এসো আমার ঘরে
এসো নীপবনে ছায়াবীথিতলে
ও আমার দেশের
ওগো নদী, আপন
ওরা অকারণে চঞ্চল
ওরে, নূতন যুগের
কাঁদালে তুমি মোরে
কাছে থেকে দূর
কাহার গলায় পরাবি
কী গাব আমি
কৃষ্ণকলি আমি তারেই
কৃষ্ণকলি আমি তারেই
কেন চোখের জলে ভিজিয়ে
কেন চোখের জলে ভিজিয়ে
কেন পান্থ, এ চঞ্চলতা
কেন যামিনী না
ক্লান্তি আমার
ক্ষমিতে পারিলাম না যে
গগনে গগনে আপনার মনে
চক্ষে আমার তৃষ্ণা
চরণ ধরিতে
চরণ ধরিতে দিয়ো গো আমারে
চলি গো, চলি
ছায়া ঘনাইছে বনে
জাগরণে যায় বিভাবরী--
তাই তোমার আনন্দ
তিমির-অবগুণ্ঠনে বদন তব
তুই ফেলে এসেছিস
তুমি কি কেবলই
তুমি কি কেবলই
তুমি কি কেবলই
তুমি কেমন করে গান
তুমি রবে নীরবে
তোমায় গান শোনাব
দিনগুলি মোর সোনার
নব আনন্দে জাগো
পথ দিয়ে কে
পথে যেতে ডেকেছিলে
পথের শেষ কোথায়
পুরানো সেই দিনের কথা
পুরানো সেই দিনের কথা
পুরানো সেই দিনের কথা
প্রাঙ্গণে মোর শিরীষশাখায়
প্রাঙ্গণে মোর শিরীষশাখায়
প্রাঙ্গণে মোর শিরীষশাখায়
বিদায় করেছ যারে
বিদায় করেছ যারে নয়নজলে
মন মোর মেঘের
মনে কী দ্বিধা
মনে কী দ্বিধা
মনে রবে কি না রবে
মনে হল পেরিয়ে এলেম
মনে হল যেন
মরণের মুখে রেখে
মিলনরাতি পোহালো
মুখপানে চেয়ে দেখি,
মোর ভাবনারে কী
মোর হৃদয়ের গোপন বিজন ঘরে
যখন পড়বে না
যখন ভাঙল মিলন-মেলা
যে রাতে মোর
যৌবনসরসীনীরে মিলনশতদল
লহো লহো তুলে
শাঙনগগনে ঘোর ঘনঘটা
শুধু তোমার বাণী
সংসার যবে মন
সঘন গহন রাত্রি
সুনীল সাগরের শ্যামল
সে আসে ধীরে,
সেদিন দুজনে দুলেছিনু
হায় গো, ব্যথায়
হায় গো, ব্যথায়
হে ক্ষণিকের অতিথি
হে নিরুপমা, গানে
হে নিরুপমা, গানে
হে মাধবী, দ্বিধা কেন
© Kriya Unlimited, 2010 - 2023