সোনালী মুখোপাধ্যায়




All artists...

ওই রে তরী (পূজা)

                   ওই রে তরী দিল খুলে।
              তোর বোঝা কে নেবে তুলে?।
সামনে যখন যাবি ওরে   থাক্‌-না পিছন পিছে পড়ে--
     পিঠে তারে বইতে গেলি, একলা পড়ে রইলি কূলে ॥
ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে--
     তাই যে তোরে বারে বারে ফিরতে হল, গেলি ভুলে।
ডাক্‌ রে আবার মাঝিরে ডাক,  বোঝা তোমার যাক ভেসে যাক--
     জীবনখানি উজাড় করে সঁপে দে তার চরণমূলে ॥

See more on this song...

সোনালী মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন