Home
**Artists**
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Tagore's Biography
Contact Us
Acknowledgement
Privacy Statement
Terms of Use
© Kriya Unlimited, 2010 - 2023
Home
Artists
কণিকা বন্দ্যোপাধ্যায়
কণিকা বন্দ্যোপাধ্যায়
না বাঁচাবে আমায়
না রে, না
All artists...
না রে, না (প্রেম)
না রে, না রে, ভয় করব না বিদায়বেদনারে।
আপন সুধা দিয়ে ভরে দেব তারে।
চোখের জলে সে-যে নবীন রবে, ধ্যানের মণিমালায় গাঁথা হবে,
পরব বুকের হারে॥
নয়ন হতে তুমি আসবে প্রাণে, মিলবে তোমার বাণী আমার গানে।
বিরহব্যথায় বিধুর দিনে দুখের আলোয় তোমায় নেব চিনে,
এ মোর সাধনা রে।
See more on this song...
dYlP5PyXELs
5225
কণিকা বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন
অনন্তসাগরমাঝে দাও তরী
আজ যেমন ক'রে
আজ শ্রাবণের পূর্ণিমাতে
আজি দক্ষিণপবনে দোলা
আজি যে রজনী
আজু সখি, মুহু মুহু
আনন্দধারা বহিছে ভুবনে
আপনারে দিয়ে রচিলি
আমার অঙ্গে অঙ্গে
আমার আঁধার ভালো
আমার না-বলা বাণীর
আমার নাইবা হল
আমার প্রাণের মাঝে
আমার যে সব
আমার সকল নিয়ে
আমি কেবলই স্বপন
আমি কেবলই স্বপন
আমি জেনে শুনে
আমি জেনে শুনে তবু ভুলে আছি
আমি তখন ছিলেম
আমি ফুল তুলিতে
আমি রূপে তোমায়
আসা-যাওয়ার পথের ধারে
এ পরবাসে
এবার রঙিয়ে গেল
এরে ভিখারি সাজায়ে
এসো এসো ফিরে
ও আমার চাঁদের
ও চাঁদ, চোখের
ও যে মানে
ওই শুনি যেন
ওগো তুমি পঞ্চদশী
ওগো দখিন হাওয়া
কখন দিলে পরায়ে
কন্ঠে নিলেম গান
কার মিলন চাও
কিছুই ত হল না
কে এলো আজি এ ঘোর নিশীথে
খ্যাপা তুই আছিস
গাও বীণা
ঘরেতে ভ্রমর এল
চিরসখা, ছেড়ো না
তবু মনে রেখো
তুমি কিছু দিয়ে
তুমি কোন্ ভাঙনের
তুমি খুশি থাক
তুমি নব নব রূপে
তুমি যেয়ো না
তোমার দুয়ার খোলার ধ্বনি
তোমার সুরের ধারা
তোমায় গান শোনাব
তোমায় নতুন করেই
দাও হে হৃদয় ভরে দাও
দাও হে হৃদয় ভরে দাও
দিন পরে যায়
দিনশেষের রাঙা মুকুল
দিনান্তবেলায় শেষের ফসল
দুজনে দেখা হল মধুযামিনী
দুজনে দেখা হল মধুযামিনী
দে লো সখী, দে পরাইয়ে গলে
দে লো সখী, দে পরাইয়ে গলে
দয়া দিয়ে হবে গো
ধীরে ধীরে ধীরে
না বাঁচাবে আমায়
না বাঁচাবে আমায়
না রে, না
না রে, না
নাচ, শ্যামা, তালে তালে
নীল দিগন্তে ওই
নীলাঞ্জনছায়া, প্রফুল্ল কদম্ববন,
নূতন প্রাণ দাও
পূর্ণচাঁদের মায়ায় আজি
পেয়েছি ছুটি, বিদায়
প্রতিদিন আমি
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে
বজাও রে মোহন বাঁশি
বন্ধু, রহো রহো
বলো সখী, বলো
বাজে করুণ সুরে
বিপুল তরঙ্গ রে
বিমল আনন্দে জাগো রে
বিরহ মধুর হল
বেদনা কী ভাষায়
বড়ো বিস্ময় লাগে হেরি
মরণ রে, তুঁহু
মরি লো কার
মরি লো মরি
মেঘের 'পরে মেঘ
মোর প্রভাতের এই
যদি হায় জীবন
যা হবার তা হবে
যেতে যদি হয়
রোদনভরা এ বসন্ত
লক্ষ্মী যখন আসবে
লুকিয়ে আস আঁধার রাতে
শাঙনগগনে ঘোর ঘনঘটা
সকল জনম ভরে
সখী, আঁধারে একেলা
সজনি সজনি রাধিকা লো
সজনি সজনি রাধিকা লো
সহসা ডালপালা তোর
হৃদয়নন্দনবনে
হৃদয়বাসনা পূর্ণ হল
হে মোর দেবতা
হে মোর দেবতা
© Kriya Unlimited, 2010 - 2023