রাহুল বন্দোপাধ্যায়




All artists...

কবে তুমি আসবে (প্রেম)

কবে তুমি আসবে ব'লে রইব না বসে,   আমি চলব বাহিরে।
শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে,   আর    সময় নাহি রে॥
                   বাতাস দিল দোল্‌, দিল দোল্‌;
          ও তুই   ঘাটের বাঁধন খোল্‌, ও তুই খোল্‌।
     মাঝ-নদীতে ভাসিয়ে দিয়ে তরী বাহি রে॥
আজ   শুক্লা একাদশী,   হেরো   নিদ্রাহারা শশী
ওই   স্বপ্নপারাবারের খেয়া একলা চালায় বসি।
          তোর   পথ জানা নাই, নাইবা জানা নাই--
          ও তোর   নাই মানা নাই, মনের মানা নাই--
     সবার সাথে চলবি রাতে সামনে চাহি রে॥

See more on this song...

রাহুল বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন