দেবব্রত বিশ্বাস




All artists...

ধরণী, দূরে চেয়ে (প্রকৃতি)

ধরণী,   দূরে চেয়ে   কেন আজ   আছিস জেগে
যেন কার   উত্তরীয়ের   পরশের   হরষ লেগে॥
          আজি কার   মিলনগীতি   ধ্বনিছে   কাননবীথি,
          মুখে চায়   কোন্‌ অতিথি   আকাশের নবীন মেঘে॥
ঘিরেছিস   মাথার বসন   কদমের   কুসুমডোরে,
সেজেছিস   নয়নপাতে   নীলিমার   কাজল প'রে।
          তোমার ওই   বক্ষতলে   নবশ্যাম   দুর্বাদলে
          আলোকের   ঝলক ঝলে   পরানের   পুলকবেগে॥

See more on this song...

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন