দেবব্রত বিশ্বাস




All artists...

বৈশাখ হে, মৌনী (প্রকৃতি)

     বৈশাখ হে, মৌনী তাপস, কোন্‌ অতলের বাণী
              এমন   কোথায় খুঁজে পেলে।
তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি
     এল   গভীর ছায়া ফেলে॥
          রুদ্রতপের সিদ্ধি এ কি   ওই-যে তোমার বক্ষে দেখি,
              ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥
নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো
     তোমার   রক্তনয়ন মেলে।
ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত
     যেন   হানবে অবহেলে।
          হঠাৎ তোমার কণ্ঠে এ যে   আশার ভাষা উঠল বেজে,
              দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে॥

See more on this song...

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন