দেবব্রত বিশ্বাস




All artists...

একি মায়া, লুকাও (প্রকৃতি)

     একি মায়া,   লুকাও কায়া   জীর্ণ শীতের সাজে।
আমার   সয় না,   সয় না,   সয় না প্রাণে, কিছুতে সয় না যে॥
     কৃপণ হয়ে হে মহারাজ,   রইবে কি আজ
                   আপন ভুবন-মাঝে॥
     বুঝতে নারি বনের বীণা   তোমার প্রসাদ পাবে কিনা,
     হিমের হাওয়ায় গগন-ভরা ব্যাকুল রোদন বাজে॥
     কেন     মরুর পারে কাটাও বেলা রসের কাণ্ডারী।
              লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারী।
     রিক্তপাতা শুষ্ক শাখে   কোকিল তোমার কই গো ডাকে--
              শূন্য সভা, মৌন বাণী, আমরা মরি লাজে॥

See more on this song...

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন