দ্বিজেন মুখোপাধ্যায়




All artists...

নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে (প্রেম ও প্রকৃতি)

নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে।
দুয়ারে মম  স্বপ্নের ধন-সম       এ যে দেখি--
তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে।
        জাগালে না শিয়রে দীপ জ্বেলে--
এলে ধীরে ধীরে          নিদ্রার তীরে তীরে,
চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে লজ্জিত গন্ধ মেলে॥
বিদায়ের যাত্রাকালে      পুষ্প-ঝরা বকুলের ডালে
        দক্ষিণপবনের প্রাণে
রেখে গেলে বল নি যে কথা কানে কানে--
বিরহাবারতা  অরুণ-আভার আভাসে রাঙায়ে গেলে॥

See more on this song...

দ্বিজেন মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন